
বাংলাদেশের মানচিত্রে উত্তর পূর্ব প্বার্শে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের অর্ন্তগত সিলেট জকিগঞ্জ মহাসড়কের শাহগলী বাজারের দক্ষিণ পশ্চিম প্রান্তে ছায়াঘেরা নিরিবিলি পরিবেশ সজ্জিত সুরমা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়। ইহা ১৯৪৫ ইং সনে প্রতিষ্ঠা লাভ করে। পাকিস্তান আমল থেকে বিদ্যালয় টি ভালো ফলাফল অর্জন কারী স্বনামধন্য প্রতিষ্ঠান এবং জকিগঞ্জ উপজেলার মধ্যে প্রথম স্বীকৃতি প্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের অধ্যয়নরত অনেক ছাত্র/ছাত্রী দেশের বিভিন্ন সেক্টরে দেশের সেবায় নিয়োজিত আছেন। বর্তমানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমটির সভাপতি, সিলেট মহানগর আওয়ামীলীগের সম্মানিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তাঁর তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবর্গের ও শিক্ষকবৃন্ধের অক্লান্ত পরিশ্রম,সহযোগিতা,সহমর্মিতার উদ্যেমী চেতনায় বিকশত হোক অত্র বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীর আশা প্রত্যাশা তাদের অভিভাবক দের স্বপ্ন সুন্দর ভাবে পরিস্ফুঠিত হবে বলে আমি দৃঢ় প্রত্যাশী।
সর্বোপরী সকলের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি।