
সিলেট জকিগঞ্জ মহাসড়কের শাহগলী বাজারের দক্ষিণ পশ্চিম প্বার্শে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়। ইহা ১৯৪৫ইং সনে প্রতিষ্ঠিত হয়। এবংতৎকালীন সময়ে করিমগঞ্জ মহকুমার এস.ডি.ও জনাব ইয়াহইয়া খাঁন চৌধুরীর দৃষ্টিগোচর হলে বিদ্যালয়টি পূর্ব পাকিস্তান (শিক্ষা) জনশিক্ষা আদেশ নং-৫/৩৭৪৬/প্র/৩৬২ তারিখ: ০৬/০৭/১৯৪৭ ইং সনে জকিগঞ্জ উপজেলার মধ্যে প্রথম মাধ্যমিক বিদ্যালয় স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান।তাই এই প্রতিষ্ঠানকে সুষ্টুভাবে পরিচালনার সাথে শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত স্কুল ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করিতেছি।
এই প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় ফলাফল সন্তোষজনক সুন্দর মনোরম পরিবেশ, নিয়মানুবর্তিতা সহপাঠ্যক্রমিক কার্যাবলী অংশগ্রহন এর মাধ্যমে ভবিষ্যতে দিক দর্শনের ভূমিকায় শিক্ষার্থীরা ভবিষ্যতের স্বপ্নদ্রষ্ঠা রুপে দেশের কাজে নিয়োজিত থাকবে এবং নিজেদেরকে বিকশিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস ।
আমি অত্র প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সংশ্লিষ্ঠ সকলের সু-স্বাস্হ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।